
যুক্তরাষ্ট্রে তীব্র তুষার ঝড়ে নিহত বেড়ে ৩১
লিখেছেন: বিশ্ব নিউজ
- প্রকাশ : ফেব্রুয়ারী ১৯, ২০২১, ১২:১৫পূর্বাহ্ণ
তীব্র তুষারঝড় ও তুষারপাতে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। টেক্সাস, কুইজিয়ানা, কেন্টাকি, নর্থ ক্যারোলাইনা এবং মিসৌরিতে তুষার ঝড়ের প্রভাবে হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
এ ছাড়া জেনারেটর ও গাড়ির ভেতর কার্বন মনোক্সাইড বিষক্রিয়াতেও মৃত্যু হয়েছে কয়েকজনের। টেক্সাস অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন লাখো মানুষ।