
মিয়ানমারে সশস্ত্র দিবসে পুলিশের গুলিতে নিহত ১১৪
লিখেছেন: বিশ্ব নিউজ
- প্রকাশ : মার্চ ২৯, ২০২১, ১২:৫৫পূর্বাহ্ণ
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে এই হতাহতের ঘটনা ঘটলো।
স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, মান্দালয়ে, ইয়াঙ্গুন, ইনসেরিন, লাসিও, বাগোসহ বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান দেশটিতে আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দেন।
তবে নির্বাচনে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। এদিকে, সামরিক জান্তা হত্যা অব্যাহত রাখলে তার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো।