
মণিরামপুরে গৃহবধূ দেবী হত্যার ঘটনায় আটক ১
- প্রকাশ : এপ্রিল ৭, ২০২১, ১১:৫৭অপরাহ্ণ
মণিরামপুরে গৃহবধূ দেবী টিকেদার (৩৫) হত্যা মামলায় পাঁচু বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী গ্রামের জীবন বিশ্বাসের পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী নাজমুস সাকিব গতকাল বুধবার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও হত্যাকান্ডের ক্লু উদ্ঘাটনের স্বার্থে পাঁচু বিশ্বাসকে ডিবি পুলিশ কখন কোথা থেকে গ্রেফতার করেছে তা নিশ্চিত করেননি।
সূত্র জানায়, যশোর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর গত মঙ্গলবার রাতে কেশবপুর এলাকা থেকে পাঁচু বিশ্বাসকে আটক করে তাদের হেফাজতে নিয়েছেন। উল্লেখ্য, গত ৩ এপ্রিল সন্ধ্যার পর উপজেলার কুচলিয়া গ্রামের দরিদ্র পিযুষ টিকেদারের স্ত্রী দেবী টিকেদার নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর ৫এপ্রিল দুপুরের দিকে কুচলিয়া এলাকার মুকুন্দ সরদারের মৎস্য ঘেরের পাড় থেকে মণিরামপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।