
বেনাপোল সীমান্ত থেকে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
- প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২০, ১০:৪৭অপরাহ্ণ
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। শুক্রবার গভীর রাতে বেনাপোলের সীমান্তবর্তী শাহজাদপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত বারের ওজন ৭ কেজি। শনিবার দুপুরে ব্রিফিং করে বিজিবি এতথ্য জানায়।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মো. নুর আলম এর নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোনে শাহজাদপুর মাঠ একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা।