
পর্ণগ্রাফি আইনে অভয়নগরে মা-ছেলের নামে মামলা
- প্রকাশ : ডিসেম্বর ২, ২০২০, ১০:৪২অপরাহ্ণ
যশোরের অভয়নগরে বিবাহিত এক নারীকে ফেসবুকে উত্ত্যক্ত ও সোস্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে মা-ছেলেকে আসামি করে পর্ণগ্রাফি আইনে আদালতে মামলা হয়েছে।
আসামিরা হচ্ছে, অভয়নগরের মশরহাটি গ্রামের মুনছুর আলীর স্ত্রী ময়না বেগম ও ছেলে মাসুদ। বুধবার ওই ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে এ মামলা করেছেন।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, বাদীর মেয়ের একই গ্রামে বিয়ে হয়েছে। তারা সুখে শান্তিতে সংসার করছে। বেশ কিছুদিন হলো আসামি মাসুদ ফেসবুকে নামে বেনামে আইডি খুলে গোপনে ধারণ করা ছবি আপলোড দিয়ে সম্মানহানি ও সংসারে অশান্তি করছে।
এ ব্যাপারে মাসুদের মাকে জানালে তিনি মেয়েকে তালাক করিয়ে তার ছেলের সাথে বিয়ে দেয়ার প্রস্তাব দেন। তা না হলে মাসুদ এ ধরনের কর্মকান্ড করবে বলে হুমকি দেন।