
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
লিখেছেন: নড়াইল সংবাদদাতা
- প্রকাশ : মার্চ ৬, ২০২১, ১২:১৪পূর্বাহ্ণ
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নাওরা গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। ৫মার্চ সকাল ৯টায় অত্র ইউনিয়নের চাকুলিয়া গ্রাম থেকে ফিরে আসার পথে নাওরা পশ্চিমপাড়া মোড়ে ইট বহনকারী নাটাই গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যায় হেলপার সাকিব (১৭)। মারাত্মক আহত হয় আহাদ(২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, নাওরা গ্রামে তিহাম ব্রিক্স এর ইট বহনকারী নাটাই গাড়ীতে সহকারী হিসাবে কাজ করে সাকিব এবং আহাদ। চন্ডিবরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মোস্তফা কামাল বলেন বেপরোয়া গাড়ী চালানোর জন্যই মূলত এ ধরনের দুর্র্ঘটনা ঘটে যাচ্ছে। এসব গাড়ী আসতে দেখলেই ভয় পায় পথচারীরা।