
নৌ-দুর্ঘটনা আগের চেয়ে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
লিখেছেন: ঢাকা অফিস
- প্রকাশ : এপ্রিল ৭, ২০২১, ১০:৩৭অপরাহ্ণ
নৌ-দুর্ঘটনা আগের চেয়ে কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল বুধবার ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নদীমাতৃক এবং সমুদ্র উপকূলীয় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে নৌপরিবহনের গুরুত্ব অপরিসীম। আমাদের এই অর্জনকে সুসংহত ও টেকসই করতে হবে।
মন্ত্রী বলেন, নদী বেষ্টিত বাংলাদেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্ব অপরিসীম। অন্যান্য পরিবহনের তুলনায় নৌপথ অধিকতর সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা নৌপবিহন অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব। জানমালের নিরাপত্তার জন্য অধিদপ্তর থেকে বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।