
দৈনিক নওয়াপাড়া প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন আর নেই !
লিখেছেন: নওয়াপাড়া ডেস্ক
- প্রকাশ : জানুয়ারী ১০, ২০২১, ১০:৪৪পূর্বাহ্ণ
দৈনিক নওয়াপাড়া প্রকাশক-সম্পাদক নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি প্রতিথযশা সাংবাদিক আসলাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার ভোর সাড়ে চারটার সময় তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। ফুসফুস জনিত রোগে দীর্ঘদিন ঢাকার ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ মাগরীব নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। তার নিজ গ্রামের বাড়ি শংকরপাশা নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
বলিষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেনের মৃত্যুতে অভয়নগর বাসি গভীর ভাবে শোকাহত।