
জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরানোর কাজ চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী
লিখেছেন: ঢাকা অফিস
- প্রকাশ : জানুয়ারী ১৪, ২০২১, ১১:৫৪অপরাহ্ণ
জঙ্গিদের শুধু কঠোর হস্তে দমনই নয়, ডির্যাডিকালাইজেশনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর র্যাব সদর দপ্তরে নয়জন জঙ্গির আত্মসমর্পণ উপলক্ষে ‘নব দিগন্তের পথে' শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আত্মসমর্পণ করা জঙ্গিদের মধ্যে ৬ জন জেএমবির এবং ৩ জন আনসার আল ইসলামের সদস্য ছিলেন।