
খুলনায় ৭ বছরের শিশুর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার
- প্রকাশ : ফেব্রুয়ারী ২৬, ২০২১, ১১:০০অপরাহ্ণ
খুলনায় নিখোঁজ তামিম মোল্লা (০৭) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে জেলার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বারাকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লাখোহাটি গ্রামের তরিকুল মোল্লার ছেলে বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়। রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেনি।
এ ঘটনায় শুক্রবার সকালে স্থানীয় মসজিদ থেকে শিশুটির নিখোঁজের বিষয়ে মাইকিং করা হয়। পরে বিকেল ৪টার দিকে স্থানীয় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি নারিকেল গাছের পাতা দিয়ে ঢাকা ছিল।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিপন কুমার বলেন, লাখোহাটি গ্রামের একটি ডোবায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তামিমের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।