
করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে অভয়নগর করোনা প্রতিরোধ কমিটি
- প্রকাশ : এপ্রিল ৬, ২০২১, ১০:৩১অপরাহ্ণ
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে অভয়নগর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের সাথে মতবিনিময় সভা থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান, ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহমুদ আলম, নওয়াপাড়া প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক এস জেড মাসুদ তাজ, ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর হোসেন, জয়নুল আবেদিন প্রমুখ।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নওয়াপাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে সার্বক্ষনিক প্রচার মাইকের ব্যবস্থা করা, স্বাস্থ্যবিধি মানতে মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ের উপর গৃহিত সিদ্ধান্তের কথা জানানো হয়।