ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে মেসার্স সোনারগাঁ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস থেকে দেশী তৈরী চোলাই মদ জব্দ করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় টিটো মজুমদার (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ ব্যাপারে এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। যার নং-১৬, তারিখ-২৭/০৯/২০২২ইং। পুলিশ জানায়, ঢাকা থেকে মহসির নামের এক লোক একটি কার্টনে করে ফকিরহাটে মেসার্স সোনারগাঁ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসে ওই মদ পাঠায়। প্রেরকের ঠিকানা দেওয়া থাকে মদিনা ফিস এবং একটি মোবাইল নম্বর। মদিনা ফিস নামে কোন ঘর পাওয়া না গেলেও মোবাইল নাম্বারের ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এদিকে পুলিশ গোপনে সংবাদ পেয়ে ওই ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসে অভিযান চালিয়ে দেশি থেরী টোলাই মদ জব্দ করেন। এদিন বিকেলে কলকলিয়া থেকে তাকে আটক করা হয়।
Comment using Facebook