সাতক্ষীরায় দুই চেয়ারম্যানসহ ৩৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

0
89


সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ১০জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৫জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহম্মদ হুমায়ুন কবির প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আ.লীগের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো: নজরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। অপরদিকে এম খলিলুল্লাহ ঝড়ুর প্রতীক চিংড়ি মাছ তিনি একজন ব্যবসায়ী। সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে রোকেয়া মোসলেম উদ্দীনের প্রতীক ফুটবল ও মাহফুজা সুলতানা রুবির প্রতীক দোয়াত কলম। সংরক্ষিত ২নং ওয়ার্ডে সদস্য পদে সোনিয়া পারভীন শাপলা টেবিল ঘড়ি, এড. শাহনেওয়াজ পারভীন মিলি মাইক, নাজমুন্নাহার মুন্নি বই ও রাশিদা খাতুনের প্রতীক ফুটবল। সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সদস্য পদে রোজিনা পারভীন দোয়াত কলম, শিল্পী রাণী মহালদার ফুটবল, ফতেমা খাতুন রিক্তা হরিণ ও রোকেয়া খাতুন বই।

Comment using Facebook