শপথ নিয়েছেন অভয়নগরের নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যান

0
615

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নবনির্বাচিত ৮ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। রবিবার (৬ জানুয়ারি) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-সচিব ও উপ-পরিচালক মো. হুসাইন শওকতের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নের বিকাশ রায় কপিল, চলিশিয়া ইউনিয়নের সানা আব্দুল মান্নান,পায়রা ইউনিয়নের হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নের নাসির উদ্দিন, বাঘুটিয়া ইউনিয়নের শেখ তৈয়েবুর রহমান, শুভরাড়া ইউনিয়নের মাওলানা জহিরুল হক ও সিদ্ধিপাশা ইউনিয়নের আবুল কাশেম। প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Comment using Facebook