স্টাফ রিপোর্টার
শিল্প বানিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়া হতে প্রকাশিত দক্ষিণ বঙ্গের বহুল প্রচারিত জনপ্রিয় পত্রিকা দৈনিক নওয়াপাড়ার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
সাধারণ সম্পাদক মোজাফফর আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্ত, দৈনিক নওয়াপাড়ার মফস্বল সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, আইসিটি সম্পাদক তারিম আহম্মেদ ইমন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ্বাস, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাশার, দৈনিক নওয়াপাড়ার উপ-সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারী শেখ আক্তারুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ডিআর আনিস, এসকে আনিস, আশরাফুল আলম, জাকির হোসেন হৃদয়, শফিকুল ইসলাম পিকুল, লিটন মোল্যা ও দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার তাওহীদ আল উসামা।