ক্রীড়া ডেস্ক
জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা ক্লাব পরিদর্শনের অংশ হিসেবে আজ (রোববার) গিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।
শেষ বিকেলে তার এই ক্লাব পরিদর্শনে সঙ্গে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি, সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্য।
কোচ ফার্নান্দেজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে তাদের অনুশীলন নিয়ে কথা বলেছেন এবং ক্লাব ঘুরে দেখেছেন। নতুন এই কোচ এর আগে আবাহনী, উত্তর বারিধারা ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব পরিদর্শন করেছেন। মার্চের আগে জাতীয় দলের কোনো এসাইনমেন্ট নেই। যে কারণে কোচ এখন ক্লাবগুলো পরিদর্শন করছেন। ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা।
নতুন কোচ ভেন্যুতে ভেন্যুতে গিয়ে খেলা দেখছেন ও আগামী দিনের জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করছেন। রোববার প্রিমিয়ার লিগের কোনো খেলা ছিল না। তাই ক্যাবরেরা শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গিয়েছেন ক্লাবটির কোচ ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে এবং তাদের অনুশীলনের সুযোগ-সুবিধা দেখতে।