৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ওরা ৭ জন’

0
129


বিনোদন ডেস্ক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খিজির হায়াত খান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধনির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’। ছবিটি এর মধ্যে বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। গতকাল বৃহস্পতিবার সকালে নির্মাতা খিজির হায়াত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, আমাদের সিনেমা ‘ওরা ৭ জন’ বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তিনি জানান, টানা ৪০ দিন শুটিংয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর কাজ সম্পন্ন হয়েছে গত ডিসেম্বরে। সিলেটের জৈন্তাপুরে এ সিনেমার শুটিং হয়েছে।

Comment using Facebook