যশোরে বিনা বেতনে চাকুরির ৫বছর পর তানিয়াকে চাকরি না দেয়ার অভিযোগ

0
95


স্টাফ রিপোর্টার, যশোর
যশোরের আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন আলীর বিরুদ্ধে ৫ বছর বিনা বেতনে কাজ করিয়ে নিয়ে দুই কর্মচারির চাকরি না দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) ভুক্তভোগীরা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তানিয়া খাতুন। লিখিত বক্তব্যে তিনি জানান, অস্থায়ী ভিত্তিতে তিনি আয়া পদে ও আনার আলী অফিস সহায়ক পদে দীর্ঘ পাঁচ বছর ধরে বিনা বেতনে চাকরি করছেন। নতুন জনবল কাঠামো অনুযায়ী তিনটি কর্মচারি পদ সৃষ্টি হয়। এর ফলে নতুন করে নিয়োগ ও বেতন করানোর সুযোগ তৈরি হয়। প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে প্রলোভন দেখিয়ে তাদের দুজনকে এই পদে বিনা বেতনে কাজ করাচ্ছেন। নতুন সৃষ্ট পদে প্রধান শিক্ষক তাদের দুজনকে বাদ দিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে অন্যদের নিয়োগ দিয়েছেন। অথচ এ পদে চাকরি নেয়ার জন্য ২ লাখ টাকা ও আনার আলী ৪ লাখ টাকা দিয়েছেন। প্রধান শিক্ষক যাদের চাকরি দিয়েছেন তারা যথা সময়ে আবেদনও করেননি। টাকা লোভে তিনি এটা করেছেন।

Comment using Facebook