খুলনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

0
94


টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
খুলনা সংবাদদাতা
খুলনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ (বুধবার) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে। তারুণ্যের প্রতিভা বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। টুর্নামেন্টের ফাইনালে পাইকগাছা উপজেলা বনাম খুলনা সদরের বালক দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পাইকগাছা উপজেলা দল ০২ গোলে জয়ী হয়। এছাড়া বটিয়াঘাটা উপজেলা বনাম তেরখাদা উপজেলার বালিকা দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে বটিয়াঘাটা উপজেলা বালিকা দল ০৪ গোলে জয়ী হয়।

Comment using Facebook