ডুমুরিয়া সংবাদদাতা
মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে খুলনার ডুমুরিয়ায় দু’যুবক গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার রঘুনাথ পুর ইউনিয়নের গজেন্দ্রপুর ও রুপরামপুর গ্রামে। জানা গেছে, উপজেলার গজেন্দ্রপুর গ্রামের মধুসূদন বৈরাগীর ছেলে সুজয় বৈরাগী(২৬) আজ সকাল ৭ টার দিকে বাড়ির পাশে বাগানে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরকিয়া প্রেমের জেরে সুজয় আত্মহত্যা করেছে বলে স্হানীয় সূত্রে জানা গেছে। অপর দিকে দুপুর ১২ টার দিকে রুপরামপুর গ্রামের দীনেশ বিশ্বাসের ছেলে সমিরণ বিশ্বাস(৩৬) বাড়ি পাশে পুকুর পাড়ে আম গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবার জানায়, আজ সকালে গলায় ফাঁস দিয়ে পার্শ্ববর্তি গজেন্দ্রপুর গ্রামের মৃত সুজয় বৈরাগীর লাশ দেখে বাড়ি এসে সমিরণ বোড দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশে কেঁটে ক্ষত-বিক্ষত করে পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে মস্তিষ্ক বিকৃতি অসুখে ভূগছিলো।
ডুমুরিয়ায় দু’যুবকের আত্মহত্যা
Comment using Facebook