স্টাফ রির্পোটার
অভয়নগরে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় রাজঘাট ঘোড়াবটতলা নামক স্থানের দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের কার্যালয়ে এ গাছ বিতরণ অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, ৮নং ওর্য়াড কাউন্সিলর বিপুল শেখ। উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয় ও দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এসময় দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে গাছ বিতরণ করা হয়।
অভয়নগরে দিগন্ত সামাজিক সংগঠনের উদ্যোগে ফলজ ও বনজ গাছ বিতরণ
Comment using Facebook