সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৯৮. অথবা জনপদের লোকেরা কি এ ভয় রাখে না যে, আমার শাস্তি তাদের উপর আপতিত হবে যখন তারা পূর্বাহ্নে আমোদ-প্রমোদে রত থাকবে?
৯৯. তারা কি আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ হয়ে গেছে? ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর পাকড়াও থেকে কেউই নিশ্চিন্ত হতে পারে না।
১০০. কোন এলাকার অধিবাসীদের (ধ্বংস হওয়ার) পর সেই এলাকার যারা উত্তরাধিকারী হয়, তাদের কাছে কি এটা প্রতীয়মান হয় না যে, আমি ইচ্ছা করলে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি? বস্তুত আমি মোহর এঁটে দিব তাদের অন্তরসমূহের উপর, কাজেই এরা শুনবে না।
তাদেরকে গ্রাস করে ফেলবে।
আল কোরআন
Comment using Facebook