ক্রীড়া ডেস্ক
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় অস্ট্রেলিয়া লিজেন্ডসের কাছে হেরে গেছে বাংলাদেশ লিজেন্ডস। রোববার রাতে ভারতের ইন্দোরে শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়ার তিন উইকেটের জয় নিশ্চিত করেন ব্র্যাড হাডিন। বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল অজিরা। শেষ ২ ওভারে জয়ের জন্য তাঁদের দরকার ছিল ২৬ রানের, হাতে তিন উইকেট। ১৯তম ওভারে মোহাম্মদ শরিফ মাত্র ৫ রান খরচ করে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারে অজিদের দরকার ২১ রান। প্রথম বলটি আবুল হোসেন রাজু ডটই করেছিলেন। দ্বিতীয় বলে ছক্কা হাডিনের।
বাংলাদেশ লিজেন্ডদের হারাল অস্ট্রেলিয়া
Comment using Facebook