স্টাফ রিপোর্টার
অভয়নগরে প্রতিপক্ষের হামলায় পাপিয়া (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তিনি অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের হুমাউন সরদারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে গাজীপুর সরদারপাড়ায়। এব্যাপারে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্বামী। অভিযোসূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে তাদের ভাই আঃ হকের জায়গা জমি নিয়ে ঝামেলা চলে আসছে, তাদেরকে মিলেমিশে থাকতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত রোববার দুপুরে আকিজ জুট মিল থেকে বাড়িতে ফিরলে প্রতিবেশি নুরুজ্জামান, হাসিনা বেগম, মাফুজা বেগম, ও তাসলি বেগম পাপিয়াকে ডেকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। ঠেকাতে গেলে পাপিয়ার স্বামী হুমাউনকেও মারধর করা হয়। একপর্যায়ে ঘর থেকে ধারালো অস্ত্র বের করে পাপিয়ার মুখে আঘাত করলে গুরুতর জখম হয়। নাক ও চোখে গুরুতর জখম নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয় ভুক্তভোগী ওই পাপিয়া। এমতাবস্থায় প্রশাসনের কাছে অসহায় পরিবারটি সুবিচারের জোর দাবী জানিয়েছেন। এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত নুরুজ্জামান বলেন, আমরা তাদের উপর হামলা করিনি বরং তারা আমাদের উপর হামলা করেছে।
অভয়নগরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত : থানায় অভিযোগ
Comment using Facebook