তাওহীদ হাসান উসামা
সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজাকে সামনে রেখে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উৎসব মূখর পরিবেশে পুজা উদযাপনের লক্ষে অভয়নগর থানায় উপজেলার ১২৮টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে অভয়নগর থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামিম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুকিত সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা উদযাপন কমিটির সভাপতি ও পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত। নওয়াপাড়া পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ও রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা ট্রাক ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার মন্ডল, পৌর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিত দাস সনজিত। এছাড়াও উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন, চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আঃ মান্নান, পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, বিট অফিসারবৃন্দ ও বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, উপজেলার প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতা মূলক স্থাপন করতে হবে। রাষ্ট্রীয় সিন্ধান্ত অনুযায়ী নির্দ্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন দিতে হবে। ধর্মীও ভাবগাম্ভীর্য বহির্ভূত কোন কাজ পুজা মন্ডপে করা যাবেনা। আযান ও নামাজের সময় শব্দযন্ত্র বন্ধ রাখা ও ডিজে গান বাজানো থেকে বিরত থাকার আহবান জানান। জানা যায়, এবছর অভয়নগর উপজেলার ১২৮টি মন্ডপে পুজা উদযাপন অনুষ্ঠিত হবে।
দূর্গা পুজা উদযাপন উপলক্ষে অভয়নগর থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
Comment using Facebook