’বিউটি সার্কাস নিয়ে মুখ খুললেন ফেরদৌস

0
141


বিনোদন ডেস্ক
‘এ ধরনের চরিত্রে কখনও অভিনয় করিনি এবং জীবনেও করবো না। আমি সমসময় একটা পজিটিভ ইমেজ নিয়ে পর্দায় এসেছি। শুটিংস্পটে গিয়েও ভেতর থেকে মন বলছিল, কাজটা করা উচিত হচ্ছে না। আবার সিনেমাটির গল্প আর আমার চরিত্রটি বলছে কাজটা করা উচিত। যদিও শেষ পর্যন্ত কাজটি আমি আনন্দ নিয়েই করেছি।’ বিউটি সার্কাস সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের এই সিনেমাটি। এ লক্ষ্যে বর্তমানে প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত আছেন সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা। দেশের সিনেমার বর্তমান অবস্থা এবং বিউটি সার্কাস নিয়ে তিনি আরও বলেন, ‘২ যুগ ধরে সিনেমায় কাজ করছি।

Comment using Facebook