যশোরে মাদক ব্যবসায়ীর রিমান্ড মঞ্জুর

0
108


যশোর অফিস
যশোরে এক হাজার পিস ইয়াবাসহ আটক হজরত আলী শিকদার নামে এক মাদক ব্যবসায়ীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। হজরত আলী শার্শার গোড়পাড়া কলোনির মৃত মর্তোজা আলী শিকদারের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর সকালে যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর স্কুলের সামনে থেকে যশোর গামী সৌদিয়া পরিবহন তল্লাশি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় সন্দেহজনক ভাবে হোসেন আলী, হজরত আলী ও মহিনুরকে আটক ও দেহতল্লাশি করে এক হাজার ছয় পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামি হজরত আলীর একদিনের রিমান্ড মঞ্জুর ও বাকি দুই আসামি রিমান্ড নামঞ্জুরের আদেশ দেন।

Comment using Facebook