খানজাহান আলী থানা সংবাদদাতা
খুলনা নগরীর আফিলগেট চেকপোষ্টে পাঁচটি চোরাই গরুসহ ট্রাক ও সংঘবন্ধ চোরচক্রের ৩ সদস্য পুলিশের হাতে আটকের একমাস পর ১৮ সেপ্টেম্বর রবিবার রাতে পুলিশ গরুর প্রকৃত মালিকদের নিকট উদ্ধার হওয়া গরু গুলো হস্থান্তর করেছে। আইনি জটিলতা শেষে চুরি যাওয়া গরু পেয়ে আনন্দে আত্মহারা গরুর মালিক কৃষক পরিবার আইন শৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মামলা অভিযোগ সুত্রে ও পুলিশ জানায়, গত ১৯ আগস্ট খানজাহান আলী থানার অন্তরগত আফিলগেট পুলিশ চেকপোষ্টে ৫টি চোরাই গরু একটি ট্রাক সহ চোরচক্রের ৩ সদস্যকে আটক করে। উদ্ধার হওয়া গরুর মালিক খুজে না পাওয়ায় এ ব্যাপারে এস আই শেখ আনোয়ার বাদী হয়ে খানজাহান আলী থানায় ৬জন কে আসামী করে একটি মামলা করেন( মামলা নং-১৪)। গরুর প্রকৃত মালিক না যাওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা থানায় রক্ষিত থাকা গরু গুলো নিলামের জন্য আদালতে আবেদন করেন। কিন্তু এরই মধ্যে গরুর প্রকৃত মালিকরা খবর পেয়ে খানজাহান আলী থানায় যোগাযোগ করে পরবর্তিতে আইনি জটিলতায় গত ২৯ আগস্ট গরু গুলো ফেরৎ পেতে আদালতে আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তার রির্পোাট এবং আদালতে শুনানী শেষে আদালত গরু গুলির মালিক নিশ্বিত হয়ে তাদেরকে ফেরৎ দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য: গত ১৯ আগস্ট ট্রাক করে ৫টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আফিলগেট চেকপোষ্টে পুলিশের হাতে চোরচক্রের তিন সদস্য আটক হয়।
আফিলগেটে চোরাই গরু উদ্ধারের ৩০দিন পর মালিকদের নিকট হস্তান্তর
Comment using Facebook