যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্রে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

0
111


স্টাফ রিপোর্টার, যশোর
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্রে নকল করার দায়ে চারজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। সেইসাথে এদিনের পরীক্ষায় ১ হাজার ৮৬৭ জন পরীক্ষায় অংশ নেয়নি। সোমাবার (১৯ সেপ্টেম্বর) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় খুলনা বিভাগের ২৯৩ টি কেন্দ্রে ১ লাখ ৬২ হাজার ৭১১ পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬০ হাজার ৮৪৪ জন। ১ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। নকল করার দায়ে এ পরীক্ষায় বাগেরহাটের শরণখোলা কেন্দ্রে ২, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ কেন্দ্রে ১ ও ঝিনাইদহের উত্তর নারায়নপুর কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়। পরীক্ষায় অংশ না নেয়া শিক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৫১, বাগেরহাটে ১৪০, সাতক্ষীরায় ১৮৫, কুষ্টিয়ায় ১৯৭, চুয়াডাঙ্গায় ১৬৯, মেহেরপুরে ১০৭, যশোরে ২৯৮, নড়াইলে ১২২, ঝিনাইদহে ২৭৬ ও মাগুরায় ১২২ জন রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কাউকে অসাধুপায় অবলম্বনের সুযোগ দেয়া হয়নি। কঠোরভাবে পরীক্ষা আইন বাস্তবায়ন করা হয়েছে। তারপরও পরীক্ষা সংশ্লিষ্ট কোন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Comment using Facebook