ঝিকরগাছায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

0
104


যশোর অফিস
যশোরের বেনাপোল সড়কের লাউজানি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশ ওই এলাকার একটি ধানখেত থেকে ওই ৪২-৪৩ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করে। তার পরনে জাফরানি রঙের পাজামা ও হালকা বেগুনিরঙা জামা এবং মরদেহের পাশে দুটি পানির বোতল পড়ে ছিল। জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, স্থানীয়দের দেয়া খবর অনুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপে¬ক্সে আনা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই কাজ করছে। ওই নারীর মরদেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।

Comment using Facebook