নওয়াপাড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রে কলোরাডোতে মাঝ আকাশে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় পড়ে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত শনিবার সকালে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে এই দুটি বিমান সংঘর্ষে জড়ায়, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়।
যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ : নিহত ৩
Comment using Facebook