ঢাকা অফিস
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্জিত অর্থ সম্পত্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন দলীয় জাতীয় পার্টির এক নেতা। অভিযোগে বিদেশে অর্থ পাচারের কথাও উল্লেখ রয়েছে। জাতীয় পার্টির প্যাডে লিখে এই অভিযোগ গতকাল রোববার দুদকে জমা দেওয়া হয়। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীায় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির ৪ (চার) জন মহিলা সংসদ সদস্য এর মনোনয়ন কার্যক্রমে ১৮ কোটি দশ লাখ টাকা উৎকোচ নেন জি এম কাদের।
দুদকে জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগ
Comment using Facebook