মেহেদী হাসান, (খুলনা)
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, নয়টি সদস্য পদের বিপরীতে মোট ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য তিনটি পদে বিপরীতে পনের জন প্রার্থী মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন। মনোনয়ন ফরম বাছাই শেষে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সদস্য পদে ৩২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন। উল্লেখ্য সংরক্ষিত মহিলা সদস্য পদে জেসমিন পারভীন জলি, সাধারণ সদস্য পদে ২ জন ইলা বৈরাগী ও কেয়া প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করবে বলে জানান মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সদস্য পদে মনোনয়নপত্র বাছাই রবিবার বেলা এগারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, সহকারী থানা রিটার্নিং কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল প্রমুখ।
খুলনা জেলা পরিষদ নির্বাচনে লড়বে ৪৯ প্রার্থী : ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
Comment using Facebook