ঝিকরগাছা সংবাদদাতা
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের রাজাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান আহমেদ আকাশ নড়াইলের কালিয়া উপজেলার বি.পাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ফার্নিচারমিস্ত্রি মশিয়ার রহমান বলেন, বেনাপোলগামী মালবোঝাই একটি ট্রাকে সজোরে মুখোমুখি ধাক্কা দেয় যশোরগামী মোটরসাইকেল আরোহী আকাশ। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন দুপুর ১টার দিকে নিজের ফেসবুক আইডি (বি.এম. আকাশ) থেকে আকাশ একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘কী আব্বু বলেছিলাম না এমন কাজ করো না, ছেলেকে হারিয়ে ফেলবে। আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে। নিহত আকাশের সহকর্মী মোস্তফা ফাহিম মাহমুদ বলেন, আকাশ বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির ফকিরহাট কার্যালয়ে মিটার রিডার পদে কর্মরত। তিনি ঝিকরগাছা পৌরসদরের কৃষ্ণনগরে বাবা-মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিলেন।
আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে ….দূর্ঘটনায় নিহত আকাশের স্ট্যাটাস
Comment using Facebook