এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা!

0
104


খুলনা সংবাদদাতা
খুলনায় পরীক্ষা খারাপ হওয়ায় মন্দিরা বৈরাগী ( ১৬)নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়ংঘাটা থানাধীন রংপুর শাড়াতলা গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। সে রংপুর শাড়াতলা গ্রামের রনজিত বৈরাগীর মেয়ে। রংপুর মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল মন্দিরা। মন্দিরার চাচা গোবিন্দ বাংলানিউজকে জানান, নিজ বাড়ির শয়ন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকা অবস্থায় মন্দিরাকে ঘরের লোকজন দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মন্দিরাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দ আরও জানান, এসএসসির বাংলা (প্রথম পত্র) পরীক্ষা খারাপ হওয়ায় হতাশায় ভুগছিল মন্দিরা। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

Comment using Facebook