যশোর অফিস
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাজমুল হোসেন খান যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে তিনি হাপাতালে আসেন। হাসপাতালের প্যাথলজী, আল্ট্রাসনো, এক্স-রে ও মডেল ওয়ার্ড পরিদর্শন শেষে চিকিৎসকদের সাথে হাসপাতাল পরিদর্ন শেষে তিনি চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব হাসপাতালের সমস্যাদি জানতে চান। এ সময় চিকিৎসকগণ তাকে জানান, যশোর মেডিকেল কলেজ থাকলেও দীর্ঘ ১২ বছরেও মেডিকেল কলেজের নিজস্ব হাসপাতাল হচ্ছেনা। অস্থায়ীভাবে যশোর ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজের হাসপাতাল হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এখানে প্রয়োজনীয় জায়গা নেই। এতে শিক্ষার্থীরা ভালভাবে দক্ষ শিক্ষার্থী গড়ে উঠছে না। হাসপাতালের চিকিৎসার উপকরণ অনেক মেশিন চলছে না। খারাপ হয়ে পড়ে রয়েছে। যা ব্যবহার হচ্ছে না। কর্মকর্তা কর্মচারী সংকটের কারণে চিকিৎসা সেবা দেয়া কষ্ঠকর হচ্ছে। জবাবে অতিরিক্ত সচিব মোঃ নাজমুল হাসান বলেন, স্বাস্থ্য খাতে বাজেটে বেশি বরাদ্ধ হচ্ছে আমাদের অথচ বরাদ্ধকৃত টাকা থেকে প্রতি বছর শত শত কোটি টাকা সরকারকে ফেরত দিতে হচ্ছে। আবার সরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়া নিয়ে সাধারণ মানুষের ভেতর নানা অভিযোগ উঠছে যা গ্রহণযোগ্য না। তিনি আরো বলেন, এ অবস্থায় এ বিষয়ে সকলকে ভাবতে হবে আসল সমস্যাটা কোনখানে। এ ব্যাপারে কারোর কোন গাফিলতি সহ্য করা হবে হবেনা। জনগণের সেবায় সরকার বদ্ধপরিকর বলে জানান, অতিরিক্ত সচিব মোঃ নাজমুল হোসেন খান। যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ এন কে আলম, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আক্তারুজ্জামান ও যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিকসহ সকল সিনিয়র চিকিৎসক সেবিকা, কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত সচিব ঝিকরগাছা ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স পরিদর্শনে যান।
স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরক্ত সচিবের যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন
Comment using Facebook