মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
ফেসবুকে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় সুরাজ অধিকারী (২২) নামে এক যুবককে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা উপজেলার জয় খা গ্রাম থেকে আত্নীয়ের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তার নামে ধর্মীয় অনূভুতিতে আঘাতের অভিযোগ এনে মামলা দিয়ে পুলিশ তাকে বাগেরহাট জেল হাজতে পাঠায়। সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল এ তথ্য জানিয়ে বলেন, উপজেলার দিগরাজের বাসিন্দা শুভ্র অধিকারীর ছেলে সুরাজ অধিকারী (২২) গতকাল (শুক্রবার) সকালে এস ডি অফিসিয়াল পেজ নামে একটি আইডি থেকে মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এটি ইসলাম ধর্মের মানুষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীও এটি অবহিত হলে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে শনিবার দুপুরে আটক করে। পরে তার নামে মামলা দিয়ে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয় বলে জানান সার্কেল এসপি আসিফ ইকবাল।
Comment using Facebook