কেশবপুরে সড়কে অবৈধ পার্কিং : কে শোনে কার কথা ?

0
100


স্টাফ রিপোর্টার
যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর টার্মিনাল এলাকায় সড়কের দু‘ধারে বাস ও ট্রাক পার্কিং না করার জন্য প্রশাসনের নির্দেশে বাস মালিক সমিতি দিনব্যাপী প্রচার মাইক বের করে। সড়কের ওপর গাড়ি পার্কিং করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাা গ্রহন করা হবে বলে প্রচার মাইকে বলা হয়েছে। সম্প্রতি কেশবপুর বাস ও ট্রাক টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনা আশংকা জনক হারে বেড়ে যাওয়ায় স্থাানীয় উপজেলা প্রশাসন ও কেশবপুর বাস ও ট্রাক মালিক সমিতি নড়ে চড়ে বসেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে কেশবপুর বাস ও ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর এলাকায় সড়কের ওপর বাস ও ট্রাক পাকিং করে না রাখার জন্য মাইককে প্রচার করা হলেও তা মানছেন না শ্রমিকরা। স্থাানীয় প্রশাসন এবং বাস ও ট্রাক মালিক সমিতির নিষেধকে তো না করে তারা আগের মতই সড়কের দু‘ধারে গাড়ি পাকিং করে রাখছে। টার্মিনাল এলাকায় শ্রমিকরা রাতদিন ২৪ ঘন্টা সড়কের দু‘ধারে সারি সারি দিয়ে ট্রাক পাকিং করে রাখার ফলে গত ৩ মাসে এখানে সড়ক দু‘ঘটনায় ৫জন নিহত এবং কম পক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে পঙ্গুত্ব বরণ করেছেন। এছাড়া স্কুল ও কলেজ গামী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বিভিন্ন বিড়ম্বনার স্বীকার হচ্ছেন। কেশবপুর বাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি আফছার উদ্দীন বলেন, দু‘ঘটনা রোধে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নির্দেশে মালিক সমিতির পক্ষ থেকে শনিবার সকাল থেকে সড়কের দু‘ধারে বাস ও ট্রাক না রাখার জন্য মাইককে প্রচার করা হয়েছে। আশা করি গাড়ি রাখা বন্ধ হবে।

Comment using Facebook