স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা কৃষকলীগের আয়োজনে প্রেমবাগ ইউনিয়নে কৃষকলীগের ত্রিবাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রেমবাগ ইউনিয়নে ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেমবাগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সামছুর রহমান মোল্যা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, অনুষ্ঠানটির উদ্বোধক করেন নুরুল ইসলাম বাদশা প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মাজেদ, সম্মানিত অতিথি প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বাবু সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন, পৌর কৃষকলীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকুঞ্জী প্রমুখ পরিচালনা করেন সৈয়দ আশরাফ আলী, সম্নেলনে সামছুর রহমান সভাপতি ও সৈয়দ আশরাফ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।