স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে বিভিন্ন মামলায় ২২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে অভয়নগর থানা পুলিশ। জানা যায়, গত শুক্রবার অভিযান পরিচালনা করে জিআর মামলার ০৭ জন, নিয়মিত মামলায় এবং জুয়াড়িসহ ১৫ জন, সর্বমোট ২২ জন আসামীদের গ্রেপ্তারপূর্বক বিচারের নিমিত্তে গতকাল ১৭ সেপ্টেম্বর শনিবার আদালতে প্রেরণ করা হয়। জিআর মামলার আসামীরা হল নওয়াপাড়া (বৌ-বাজার) এলাকার মৃত কদর আলীর ছেলে মোঃ রমজান আলী, নওয়াপাড়ার নিজাম দালালের ছেলে ডালিম, সমসপুরের ইখলাস গাজীর ছেলে মোমিন গাজী, গুয়াখোলার সিদ্দিক হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন, পাইকপাড়ার মৃত আব্দুল গণি বিশ্বাসের মকবুল হোসেন বিশ্বাস,মাগুরা পুর্বপাড়ার আফসার মোল্যার ছেলে মোঃ মিজানুর রহমান, বুইারার আব্দুস সাত্তারের ছেলে সবুজ হোসেন নিয়মিত মামলার আসামীরা হল ভূগিলহাট ঋষিপাড়ার পাচু দাসের ছেলে সুফল দাস, জয়দেব দাসের ছেলে অমরেশ দাস (২৮), বাশুয়াড়ী ঋষিপাড়ার মৃত শ্রীনাথ দাস ছেলে নারায়ন দাস, ভুগিলহাট ঋষিপাড়ার কৃষ্ণ দাসের ছেলে অলক দাস (২০), মনোরণ্জন দাসের ছেলে বিপ্লব দাস (৩০),নির্মল দাসের ছেলে চয়ন দাস(২৬),রমেশ দাসের ছেলে সুচিত্র দাস(২৮), পাচু দাসের ছেলে গুরু দাস(২৩),তপন দাসের ছেলে মিঠুন দাস(২৪),রুহি দাসের ছেলে বৈষ্ণব দাস(২০),বুইকারা ড্রাইভার পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে ঝালকাঠির মহিষকান্দির ফিরোজ তালুকদারের ছেলে মোঃ সোহেল তালুকদার (৩০)ধোপাদীর আব্দুর রহিম মোড়লের ছেলে তরিকুল ইসলাম,বাগেরহাটের আরজি মাকোড়ডোন গ্রামের আবুল কালামের ছেলে পারভেজ আহমেদ রাজু,পাইক পাড়ার চিকুন আলীর ছেলে মোঃ কামাল হোসেন(২৫)। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম শামীম হাসান বলেন অভয়নগর থানাধীন বিভিন্ন অঞ্চল থেকে অভিযান চালিয়ে জিআর মামলার ৭ জন নিয়মিত মামলার এবং কয়েকজন জুয়াড়ু মিলে ১৫ জনসহ মোট ২২ জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে এবংবিচারের নিমিত্তে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
অভয়নগরে বিভিন্ন মামলায় ২২ জন গ্রেফতার
Comment using Facebook