অভয়নগরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠিত

0
80


স্টাফ রিপোর্টার
অভয়নগরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত এইচ এম কমিউনিটি সেন্টারের এ তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রিান্সপাল হাফেজ মাওঃ উবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তানযীম উম্মাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষা সচিব (ঢাকা) ড. মুহাম্মদ আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তানযীম উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিদর্শক মাওলানা সোলাইমান হোসেন, ইসলামী ব্যাংক লিমিটেড কর্মকর্তা বকতিয়ার হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার শিক্ষক মাওঃ হাসানুর রহমান, মুফতি আবুল হুসাইন, নওয়াপাড়া বাজার জামে মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওঃ শফিউর রহমান, হাফেজ মাওলানা শফিউল ইসলাম, ব্যবসায়ী খান মোঃ জিল্লুর রহমান, হিজবুল্লাহ মাদ্রাসার শিক্ষক মাওঃ আশরাফ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া হিজবুল্লাহ মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান। নাজেরা ও হিফজের সবক প্রদান করেন হিজবুল্লাহ মাদ্রাসার সহ সুপার মাওঃ ওয়ালিউল্লাহ বরকতি। এসময় তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা থেকে ৭শত মার্ক পেয়ে যারা ভাল ফলাফল করেছেন তারা হলেন, প্লে গ্রুপে তাহসীন, আব্দুল্লাহ নাইম, নার্সারীতে নওরীন, প্রথম শ্রেণীতে মেহজাবীন মাইশা, দ্বিতীয় শ্রেনী হতে রশিদ মোস্তাজিত, ৪র্থ শ্রেণীহতে ফাহমিদ হাসান, ৫ ম শ্রেনী হতে সাফায়েত রহমান, মোঃ আল শামী খান জিসান। নতুন কুরআন সবক নিয়েছেন মোঃ সোইব তাহমীদ, জেরিন, রমজানুর রহমান, মোঃ আল শামী খান জিসান।

Comment using Facebook