খুলনাঞ্চলে দিনভর বৃষ্টি ও ঝড়ো বাতাসে বিপর্যস্ত জনজীবন

0
206

এইচ এম দুলাল, মোংলা (বাগেরহাট)

খুলনাঞ্চলের বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ নড়াইলসহ এসব এলাকায় গতকাল শুক্রবার দুপুরের আগে হঠাৎ করে দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। সেই সাথে রয়েছে ঝড়ো বাতাসও।

সকাল থেকে রৌদ্রজ্বল আবহাওয়া থাকলেও দুপুর হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। কখনও মাঝারি আবার কখনও হালকা বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে। এতে বন্দরের পশুর ও সুন্দরবনের নদ-নদী উত্তাল হয়ে উঠেছে।

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবেই এমন বৈরী আবহাওয়ায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবারও মোংলায় দেশের সর্বোচ্চ ২৯.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। মাঘের প্রায় শেষের দিকে এসে শীত কমতে থাকলেও শুক্রবারের বৃষ্টি ও বাতাসে ঠান্ডাও হঠাৎ বেড়েছে। এদিকে বৃষ্টি ও বাতাসে অনেকটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় এখানকার জনজীবনে তার বিরুপ প্রভাব পড়েছে।

খেটে খাওয়া দিনমজুরদের ভোগান্তীর পাশাপাশি অনেকটা মানুষ শুন্য হয়ে পড়েছে পৌর ও বন্দর শহরের রাস্তাঘাট, বন্ধ প্রায়ই দোকানপাটও। এছাড়া বৃষ্টি-বাতাের কারণে স্বাভাবিকের তুলনায় ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ। এদিকে বাগেরহাটের ফকিরহাটে অসময়ে ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার ছিন্নমূল ও দরিদ্র মানুষ পড়েছে চরম দূর্ভোগে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার সাথে বেড়েছে ঠান্ডার প্রকোপ।

এছাড়া সারাদিন মেঘলা আকাশসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঝড় ও বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার দুপুরে গাছের ডাল ভেঙ্গে পড়তে দেখা যায়। হঠাৎ দমকা হওয়ায় কাঁচাঘরের ছাউনি উড়িয়ে নেওয়ার ফলে বৃষ্টিতে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যাওয়ায় বিপাকে পরেছে দরিদ্র শ্রেণির মানুষ।

শ্রমিক, ভ্যান চালক ও খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হলেও বৃষ্টিতে কর্মহীন অবস্থায় বিভিন্ন স্থানে অপেক্ষা করতে দেখা যায়। ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। ফকিরহাট বাজার সংলগ্ন ভৈরব নদের পাশে গড়ে ওঠা বস্তির বাসিন্দা বাচ্চু হাওলাদারসহ কয়েকজন জানান, তারা পলিথিন, ত্রিপল দিয়ে কুঁড়েঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে থাকেন।

প্রতিবছর বর্ষার সময় আসার পূর্বে তা মেরামত করেন যাতে ঘরে বৃষ্টি প্রবেশ করতে না পারে। কিন্তু এবার শীতকালে আগাম ভারী বৃষ্টি হওয়ায় সবকিছু ভিজে একাকার হয়ে গেছে। ছোট বাচ্চাদের নিয়ে ঠান্ডায় তারা দূর্ভোগের মধ্যে আছেন। উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে প্রায় পঞ্চাশ ঘর বেদে পরিবারের বসবাস। অসময়ের ভারী বৃষ্টিতে কাদা-জলে অর্ধ নিমজ্জিত তাদের কুড়েঘরগুলো। রান্নাসহ দৈনন্দিন কাজ করতে না পেরে বিপাকে আছেন তারা। ফকিরহাটের কিরণের মোড় এলাকার ভ্যান চালক জুলু সেখ ও বাহিরদিয়া এলাকার ভ্যান চালক আব্দুর রহমান বলেন, সারাদিন আকাশ মেঘলা। বেলা বাড়ার সাথে সাথে ঝড়বৃষ্টি হওয়ায় মানুষ ঘরবন্দি। যাত্রী না থাকায় কোন আয় হয়নি। দ্রব্যমূল্য এত বেশি যে সারাদিন খেটে কোন মতে দুবেলা খাবার খাই। আজ সে পথও বন্ধ।

এ সময়ে সামান্য বৃষ্টি কৃষির জন্য উপকার হলেও ভারী বৃষ্টির সবজির জন্য ক্ষতি বলে জানান কৃষক মোস্তফা হাসান। তিনি বলেন, এই মূষলধারে বৃষ্টির কারণে তার আলু ক্ষেতে ছত্রাক জনিত রোগ ও আলু পচে যাওয়ার মতো মড়ক লাগার সম্ভাবনা আছে। এছাড়া অন্যান্য শীতকালীন সবজি চাষীরা ক্ষতির মুখে পড়বে অকাল বৃষ্টিতে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, বৃষ্টি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকলে কৃষির ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে আলু, সরিষা, টমেটো, মুশুর ডাল চাষের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির পর ঘন কুয়াশা ফসলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তা প্রদান করা হবে। এছাড়া শীতে দরিদ্রদের নিয়মিত শীতবস্ত্র বিতরণ করা অব্যাহত আছে।

Comment using Facebook