কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় সবুজ নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, উপজেলা বিদ্যানন্দকাটি ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে মাসুম বিল্লাহ রিপনের সাথে একই গ্রামের মতলেব আলী সরদারের ছেলে আবু কালামের দীর্ঘদিন ধরে টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। পাওনা টাকা চাওয়ার সুত্র ধরে শুক্রবার আবু কালামের নেতৃত্বে সাইফুল সরদার, আবু দাঈদ, আব্দুল কুদ্দুস ও সবুজ হোসেন সন্ত্রাসী কায়দায় মাসুম বিল্লাহ রিপনের বন্ধু খোপদই গ্রামের সালমান ইসলাম সবুজকে মারপিট করে আহত করে। এলাকাবাসী গুরুতর আহত সালমান ইসলাম সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওইদিন রাতেই কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।
কেশবপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
Comment using Facebook