যশোরের বেনাপোলে গাঁজাসহ দুইকারবারি আটক

0
89


যশোর অফিস
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক দু’টি অভিযানে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামি দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল মানকিয়া গ্রামের মজিবর মোড়লের ছেলে জিয়ারুল ইসলাম (৫০) ও বেনাপোল মানকিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে শাহ আলী (২৫)। পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, পোর্ট থানার বোয়ালিয়া চৌরাস্তা মোড়ে পোর্ট থানা পুলিশের এসআই তৌফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জিয়ারুলকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে। অপর এক অভিযানে, পোর্ট থানার এসআই রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল ছোটআঁচড়া হাইওয়ে রোডে নতুন থানা ভবনের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ শাহ আলীকে আটক করে। পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল ভূঁইয়া জানান, আটককৃতরা বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Comment using Facebook