নড়াইল শ্রমিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত

0
180


নড়াইল সংবাদদাতা
নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-১২৯৫) সাধারন সভা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: মোফাজ্জেল শিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা। জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: মকতুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাজী জহিরুল হক,প্যানেল মেয়র মো: রেজাউল বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, শ্রমিক নেতা বিপ্লব হোসেন বিশ্বাস বিলো,মশিয়ার রহমান বিশ্বাস,আব্দুল্লাহ আল মামুন, খায়রুল আলম,মো: জাহাঙ্গীর হোসেন,তালুকদার জাহাঙ্গীর কবীর, জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জামাল হোসেন,সহ-সাধারন সম্পাদক আজিম বেগ,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর,কোষাধ্যক্ষ ফেরদৌস হোসেন সোহেল, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান লিটু,দপ্তর সম্পাদক ফোরকান শেখ,সদস্য কয়েস বেগ, ইউনুস মোল্যা,নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু,কাশিপুর ইউপি চেয়ারম্যান মো: মতিয়ার রহমান,মো: কামরুল বিশ্বাস প্রমূখ। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মো: জাহাঙ্গীর বিশ্বাস ও প্রতিষ্ঠাতা সাধারন সাধারন সম্পাদক প্রয়াত মো: ছাদেক আহম্মেদ খানসহ অন্যান্য প্রয়াত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সাধারন সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: মকতুল হোসেন। এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো: রবিউল হোসেন। সদস্য হিসেবে থাকবেন নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহিরুল হক ও মো: রেজাউল বিশ্বাস।

Comment using Facebook