তাওহীদ হাসান উসামা
অভয়নগরে মাদক বিরোধী সাইকেল র্যালী ও স্ট্যান্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ র্যালীটি অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া স্ট্যান্ট রাইডার’স নামের একটি সংগঠন নওয়াপাড়া রেল স্টেশন থেকে র্যালিটি শুরু করে চলিশিয়া ইউনিয়নের কোটা বিশ্বাসপাড়া চৌরাস্তা “দোয়েল চত্বরে” গিয়ে শেষ হয়। পরবর্তিতে সেখানে স্ট্যান্ট শো করা হয়। মাদকের ভয়াবহতা অনুভব করে মাদক বিরোধী নানা স্লোগান লেখা প্লাকার্ড বহন করতে দেখা যায় তাদেরকে। এসময় সাইকেল স্ট্যান্ট দেখতে সড়কের দু’পাশে দর্শকদের ভীড় লক্ষ করা যায়।
জানা যায়, শহর অঞ্চলে ব্যাপক জনপ্রিয় সাইকেল স্ট্যান্ট অভয়নগরের কয়েকজন তরুনের হাত ধরে যাত্রা শুরু করে। নানা প্রতিকুলতা পেরিয়ে তাদের গ্রুপে আস্তে আস্তে সদস্য সংখ্য বৃদ্ধি পেতে থাকে। বর্তমান নওয়াপাড়া স্ট্যান্ট রাইডারসের গ্রুপে ২৫ থেকে ৩০ জন সদস্য রয়েছে। সকলে লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সাইকেল স্ট্যান্ট করে থাকে। নওয়াপাড়া কলেজের শিক্ষার্থী স্ট্যান্ট রাইডার তন্ময় জানান, আমরা প্রাথমিকভাবে ২/৩ জন শুরু করলেও আমাদের দেখাদেখি এখন অনেকে সাইকেল স্ট্যান্ট করতে আগ্রহী হয়ে উঠেছে। অবসর সময়ে বিনোদনের জন্য আমরা সাইকেল স্ট্যান্ট করে থাকি।
প্রতাপ চন্দন রায় নামের অপর একজন স্ট্যান্ট রাইডার জানান, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও উচ্চ গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখতে ও যুব সমাজকে সচেতন করতে আমাদের ক্ষুদ্র উদ্যোগ। আমারা আমাদের ব্যতিক্রমী স্ট্যান্ট শো এর মাধ্যমে মানুষকে সামাজিক ম্যসেজগুলো পৌছে দেওয়ার চেষ্টা করছি। ৩নং চলিশিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও বিশ্বাস টের্ডাসের স্বত্তাধিকারী রেজয়ান বিশ্বাস জানান, আমরা তাদের স্ট্যান্ট শো দেখে মুগ্ধ হয়েছি যদিও ব্যস্ততম সড়কে যানবাহনের কারণে সবগুলো স্টেপ দেখানো সম্ভব হয়নি। এসময় অন্যন্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, রুমিন খান, ফাহমিদ শেখ, সালমান পাটোয়ারী, সাদ রহমান, অভি চৌধুরী, দুর্জয় ও মেহেদী হাসান।