অশ্রুসিক্ত নয়নে রানিকে শেষ শ্রদ্ধা

0
90


নওয়াপাড়া ডেস্ক
টেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন গত বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হয়েছে। সেখানে রানির মরদেহ চার দিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত (লাইং-ইন-স্টেট) রাখা হবে। লাইং-ইন-স্টেট হচ্ছে শেষকৃত্যানুষ্ঠানের আগে এমন একটা আনুষ্ঠানিকতা, যেখানে সাধারণ মানুষের দেখার জন্য কফিনটি রাখা হয়। গত বুধবার থেকেই হাজার হাজার মানুষ রানির কফিনে শেষ শ্রদ্ধা জানাতে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

Comment using Facebook