নওয়াপাড়া ডেস্ক
লেবাননে ব্যাংক ডাকাতির হিড়িক পড়েছে। তবে এই সশস্ত্র ‘ডাকাতরা’ ব্যাংক থেকে অন্য কারো অর্থ নয় বরং নিজেদের সঞ্চিত অর্থ দাবি করছে। বিচারের পরিবর্তে এই ব্যাংক ডাকাতদের অনেকাংশে মুক্ত থাকতে দেওয়া হচ্ছে এবং তারা সমাজের নায়ক হয়ে উঠছেন। লেবাননের অর্থনৈতিক সংকট অব্যাহত থাকায় এ ধরনের ঘটনাগুলো সাধারণ হয়ে উঠেছে। মার্কিন ডলারের তুলনায় স্থানীয় মুদ্রা লেবানিজ পাউন্ডের ৯০ শতাংশের বেশি অবমূল্যায়ন ঘটেছে।
লেবাননে ব্যাংক ডাকাতির হিড়িক
Comment using Facebook