বাগেরহাট সংবাদদাতা
শুক্রবার বিকেলে মোংলা প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি আয়োজিত নাগরকি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন’র কেন্দ্রিয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভায় সভাপতিত্ব করেন সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিস্ এ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএন’র সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পিএডিএন বাগেরহাটের সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, ইসমাইল হোসেন লিটন, মো. জাকির হোসেন ও দি হাঙ্গার প্রোজেক্ট’র এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত। সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সুজন নেতা অধ্যক্ষ আবু সাইদ খান, সুজন নেতা অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, সুজন নেতা পান্না লাল দে, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ^বাস,
Comment using Facebook