বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে সুব্রত তরফদার (২৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হিন্দু হোস্টেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর রুম থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুব্রত তরফদার চিতলমারী উপজেলার হাসাবুনিয়া গ্রামের মৃত নির্মল তরফদারের ছেলে। তিনি হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রুমের দরজা বন্ধ থাকায় অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। দরজা ভেঙে শিক্ষার্থীরা তাকে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখে। কলেজের একটি সূত্র জানায় প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে।এছাড়া তার রুম থেকে একটি বিয়ের এফিডেবিট কপি উদ্ধার করা হয়েছে।
Comment using Facebook